সরোজগঞ্জ প্রতিনিধি: সরকারি আদেশ না মেনে ব্যবসা পরিচালনার অপরাধে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরোজগঞ্জ বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। এসময় ফরিদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ৫ হাজার টাকা, ওহিদুল স্টোরে ৩ হাজার টাকা ,কৃষ্ণ শাহ স্টোরে ২ হাজার টাকা, ফারুক হার্ডওয়াকে ৫শ’ টাকা, শহিদুল ইসলাম ফলের দোকানে ৫শ’ টাকা, নয়নের দোকানে ১ হাজার ৫শ’ টাকা, আমিনুল ইসলামের দোকানে ১ হাজার ৫শ’ টাকা, জহিরুল ইসলামের দোকানে ২ হাজার ৫শ’ টাকা জরিমান করা হয়। মোবাইল কোর্টের টিমের উপস্থিতি টের পেয়ে অনেক দোকানি চলে যান দোকান বন্ধ করে। অনেকে আবার সাটার বন্ধ করে ভেতরে অবস্থান করেন। এসময় যৌথভাবে মোবাইল কোর্ট এবং ভোক্তা অধিকার পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহম্মেদ ও মো. ফিরোজ হোসেন। এসময় সহযোগিতায় ছিলেন পেশকার ইখলাচ উদ্দীনসহ পুলিশের সঙ্গীও ফোর্স। নির্দেশনা করা হয়েছে, কেউ যদি দোকান চালায় সরকারি নির্দেশ অমান্য করে তাহলে তার ভিডিও সংরক্ষণ করতে। সেই ভিডিও এর প্রেক্ষিতে প্রশাসনের সকল কর্মকর্তাগণ সেই সকল দোকান সিলগালা করবেন বলে প্রশাসনিক কর্মকর্তাসূত্রে জানা গেছে।