স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সমবায় নিউমার্কেটের বারবার নির্বাচিত সভাপতি, রেডচিলি, ভিআইপি ও ইসলামী হাসপাতালের স্বর্তাধিকারী, ওয়াল্টনের এক্্রক্লুসিভ ডিলার এবং চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির প্রতিষ্টাতা ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল ভারতের কলকাতার নাইটিঙ্গেল হাসপাতালে কানে অস্ত্রপচার ( অপারেশন) করেছেন। তিনি বর্তমানে হাসপাতালের নাক-কান গলা সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার আসু সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন তার পরিবারের সদস্যগন। এ ছাড়া সুস্থতা কামনা করেছেন চুযাডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক -কোচ পরিচালক সাংবাদিক ইসলাম রকিব।