চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠে বিদায় ও বরণ অনুষ্ঠিত

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এ বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজি হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত মাহামুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, সহকারী প্রধান শিক্ষক মনোয়ার হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি সদস্য আবুল কালাম আজাদ, মাহামুদুল হাসান, ফজলুর রহমান, মাসুদুর রহমান, পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোকতাদুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন ও বিপ্লব কুমার বিশ^াস। পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সাইদ আহাম্মেদ ও নাইম আলী। মানপত্র পাঠ করেন আভা খাতুন। চলমান শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফারহানা আক্তার, বিপ্লব হোসেন,আব্দুল্লাহ, নাইম, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রিফাত উদ্দিন, আকাশ আলী, সাফিন আল ফাহাদ, সাইমা সুবর্ণা খাতুন। শেষে ৭মার্চ ও ১৭ মার্চ রচনা প্রতিযোগতিার বিজয়ীদের হাতে পুরস্কার ও এসএসসি পরীক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

Comments (0)
Add Comment