স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গা রেলবাজার ফাজিল মাদরাসা কামিলে (এমএ) উন্নীতকরণ করা হয়েছে। এ সুসংবাদ গতকাল পত্র মারফত প্রতিষ্ঠানে আসার পর মাদরাসার সকল শিক্ষক-কর্মচারী ও পরিচালনা পরিষদ কর্মকর্তাদের মধ্যে আনন্দ বয়ে যায়। প্রতিষ্ঠানটি কামিলে (এমএ) উন্নীত হবার নেপথ্যে যাদের অবদান সবচেয়ে বেশী ছিল তারা হলেন চুয়াডাঙ্গা-১আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও প্রতিষ্ঠানটির সভাপতি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ দুজন শিক্ষানুরাগীকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
উল্লেখ্য, চুয়াডাঙ্গার বেশ কয়েকটি সাড়া জাগানো প্রতিষ্ঠান যেমন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি, আটকবর কমপ্লেক্স, আলমডাঙ্গা বধ্যভূমি, যুব উন্নয়ন অধিদপ্তরসহ আধুনিক মানের জেলা স্টেডিয়ামের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক ছেলুন এমপিকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি বলেন, প্রতিষ্ঠান পাওয়া যেমন কঠিন, তেমনই সেটি টিকিয়ে রাখা আরো কঠিন। তাই পরিকল্পনা করে প্রতিষ্ঠানের উন্নয়ন সাধন করতে হবে। পাশাপাশি পড়া লেখার মান উন্নয়ন করতে হবে। বর্তমান সরকার শুধু সাধারণ শিক্ষাকেই গুরুত্ব দেয় না, মাদরাসা শিক্ষা ব্যবস্থাকেও গুরুত্ব দিয়ে থাকে। যার প্রমাণ ইসলামী আরবী বিশ্ব বিদ্যালয়ের অধীনে চুয়াডাঙ্গা জেলা শহরের ফাজিল মাদরাসাকে গুরুত্ব দিয়ে তা এমএ ক্লাসে উন্নীত করা।
গত ১০ আগস্ট ইসলামী আরবী বিশ্বিবদ্যালয়ের সহকারী পরিদর্শক ড. জাভেদ আহম্মেদ স্বাক্ষরিত অফিস আদেশে চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসাকে কামিলে (এমএ) উন্নীতকরণ নিশ্চিত করা হয়।