স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেলবাজার হাফেজিয়া লিল্লাহ বোর্ডিংয়ের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় এ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা রেলবাজার এতিমখানা ও হাফেজিয়া লিল্লাহ বোর্ডিং এবং কারিগরি শিক্ষাগার পরিচালনা পর্ষদ সভাপতি জহুরুল ইসলাম মালিক, সহ-সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, সাধারণ সম্পাদক শাহরিন হক মালিক, প্রচার সম্পাদক রেজাউল হক জোয়ার্দ্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মালিক, দপ্তর সম্পাদক নাজমুল হক মালিক প্রমুখ।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নিজেস্ব অর্থায়নে চুয়াডাঙ্গা রেলবাজার হাফেজিয়া লিল্লাহ বোর্ডিংয়ের দ্বিতীয় তলার নির্মাণ ও ছাদ ঢালাই কাজ চলছে।