স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের নবনির্বাচিত ত্রি-বার্ষিক কমিটির (২০২১-২০২৩) দায়িত্বভার গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বিকেলে রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে নতুন কমিটির পরিচিতিসভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন, সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান, কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এমএম শাহজাহান মুকুল, অ্যাড. শফিকুল ইসলাম শফি, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, আসাদুজ্জামান কবীর এবং ইউনিট অফিসার গৌর চন্দ্র বিশ্বাস ও হিসাবরক্ষক আকতার হোসেন উপস্থিত ছিলেন।
সভায় রেডক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন বলেন, নবনির্বাচিত কমিটি আর্তমানবতার সেবাই নিজেদেরকে আত্মনিয়োগ করে ইউনিটের উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করবেন। যেসকল উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে তা সঠিকভাবে পরিচালনা করে ইউনিটকে গতিশীল রাখতে হবে।