স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মরহুম অ্যাড. জোয়াদ আলীর স্ত্রী সাবেরা জোয়াদের হাতে কল্যাণ তহবিলের মরণোত্তর দাবি ১৮ লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে বারের নেতৃবৃন্দ সাবেরা জোয়াদের হাতে এ টাকার চেক তুলে দেন।
এ সময় জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন, সহ-সভাপতি কাইজার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক তালিম হোসেন, যুগ্মসম্পাদক আসলাম উদ্দিন ও মাসুদ পারভেজ রাসেল এবং নির্বাহী সদস্য মো. নাসিমসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাড. জোয়াদ আলী গত ৩১ জুলাই নিজবাড়ি শহরের মুক্তিপাড়ায় দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন। অ্যাড. জোয়াদ আলী ১৯৭২ সালের ১৯ আগস্ট বার কাউন্সিলের তালিকাভুক্ত হন এবং চুয়াডাঙ্গা বারে যোগদান করেন। ১৯৯২ সালে স্থানীয় কল্যাণ তহবিলের সদস্য হন তিনি । সেক্ষেত্রে অত্র কল্যাণ কল্যাণ তহবিলের সদস্যপদ ৩০ বছর পূর্ণ হয়েছে। স্থানীয় কল্যাণ তহবিলের উপবিধি নং ১৩ (চ) অনুযায়ী অত্র তহবিলের সদস্য হওয়ার (২৫ বছরের উর্দ্ধে ৩০ নছর পর্যন্ত) অবস্থান করায় তিনি অত্র তহবিল হতে ২০ লাখ টাকা পাবেন। কিন্ত, অ্যাাড. জোয়াদ আলী জীবদ্দশায় চিকিৎসার জন্য অত্র তহবিল হতে ১ লাখ ৬০ হাজার টাকা অগ্রিম গ্রহণ করেছিলেন। তাই বাকি ১৮ লাখ ৪০ হাজার টাকা অ্যাড. জোয়াদ আলীর নমিনি তার স্ত্রী সাবেরা জোয়াদকে অত্র জেলা আইনজীবী সমিতির কল্যাণ তহবিল থেকে তার মরণোত্তর দাবি পরিশোধ করা হলো।