স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে হাজরাহাটি হাজি মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানী ঢাকায় শান্তিপূর্ণ মহাবেশের নামে বিএনপি-জামায়াত কর্তৃক পুলিশ হত্যা, অগ্নিসংযোগ, সন্ত্রাস, নৈরাজ্য ও প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের প্রতিবাদে শান্তি সমাবেশ সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগে সভাপতি মুন্সি শাহজামাল। সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সকল ওয়ার্ড সভাপতি/সাধারণ সম্পাদকগণ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদী মিলি, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নুরুন্নাহার কাকলী, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি নাবিলা রুকসানা ছন্দা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিণি ইসলাম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া সাহাব, জেলা যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, আব্দুর রশিদ, শেখ সেলিম, সুমন, টুটুল, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আব্দুলাহ আল মামুন রতন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহাবুল হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গেন্দ জোয়ার্দ্দার, আলিহিম শেখ, শাহিন ম-ল, মিন্টু জোয়ার্দ্দার, ৬নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি জাহিদ জোয়ার্দ্দার, ছাত্রলীগ নেতা সুমন, সাগর, শান্ত, ইমন, ইমরান, রকিবুল, মাসুম, হৃদয় সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।