চুয়াডাঙ্গা পৌর কাউন্সিল চাঁদের ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সচেতনমূলক উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর কাউন্সিল কাউন্সিলর সাংবাদিক কামরুজ্জামান চাঁদের ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সচেতনতামূলক উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে সদর হাসপাতাল সড়কে অবস্থিত নিজ কার্যালয়ে থেকে ৯নং সুবিধাবঞ্চিত অসচ্ছল ৫৫ জন দুস্থ পরিবারের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর সাংবাদিক কামরুজ্জামান চাঁদ। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশ সরদার আল আমিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অসহায় দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত প্রাপ্য ব্যক্তি খুঁজে তার অধিকার পৌঁছে দিতে যেভাবে ৯নং ওয়ার্ড কাউন্সিলর নিরলসভাবে কাজ করে চলেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমি বিশ্বাস করি এভাবেই সকল জনপ্রতিনিধিদের কাজ করা উচিত। তবেই সঠিক মানুষের হাতে তাদের ন্যায্য অধিকার পৌঁছুবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্লাসিক একাদশ স্পোটিং ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম। ৯নং ওয়ার্ডের অসহায় ৫৫টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, লবণসহ স্বাস্থ্য সচেতনতামূলক উপকরণ হিসেবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান দেয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাকিব, সাকিব, টনিক, রাজন ও অমিত প্রমুখ।

Comments (0)
Add Comment