চুয়াডাঙ্গা পৌর ওলামা পরিষদের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর ওলামা পরিষদের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে ইকরা একাডেমি প্রাঙ্গণে আলোচনাসভার আয়োজন করা হয়। হাফেজ ইমরানের কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সভাপতি মুফতি জুনায়ীদ আল হাবিবী। উপস্থিত ছিলেন জেলা ওলামা পরিষদের সহ-সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদ মুফতি মুস্তফা কামাল কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাও. হাফিজুর রহমান, অর্থ সম্পাদক মাও. আব্দুস সামাদ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত সকলের লিখিত সমর্থনে বেলগাছি মাদরাসার মুহতামিম মাও. রেজাউল করিমকে সভাপতি ও হাফেজ অহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। এছাড়াও কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি দারুস সালাম মসজিদের ইমাম মুফতি আযিযুল্লাহ, সহসাধারণ সম্পাদক পুরাতন গোরস্তান মসজিদের ইমাম মাও. আরিফ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক বড়বাজার জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ জাকির হোসেন, প্রচার সম্পাদক সদর থানা মসজিদের মুয়াজ্জিন হাফেজ শিহাবুদ্দীন, অর্থ সম্পাদক সবুজপাড়া জামে মসজিদের ইমাম মুফতি আবু জাহিদ মাসুম ও দফতর সম্পাদক ইসলামপাড়া পুরাতন মসজিদের ইমাম মাও. মাহমুদুল হাসান ফরহাদ।

 

Comments (0)
Add Comment