স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার জনগুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট স্থাপন ও আধুনিকায়নের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। গতকাল সোমবার ইয়ুথ এসেম্বলি চুয়াডাঙ্গার পক্ষে স্মারকলিপিটি দেয়া হয়। এতে বলা হয় চুয়াডাঙ্গা পৌর এলাকায় জনগুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট তেমন নেই। এটি একটা বড় ধরনের স্বাস্থ্যগত সমস্যা। শহরের বড়বাজার চৌরাস্তার মোড় একটি জনসমাগম এলাকা। অগণিত নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ এখানে দূরদূরান্ত থেকে আসছে, দীর্ঘপথ পাড়ি দিয়ে বাস থেকে নামছে, আবার দীর্ঘসময় যানবাহনের অপেক্ষায় থাকে কিন্তু জরুরি প্রয়োজনে টয়লেট ব্যবহার করতে পারছেন না। তারা ভীষণ অসুবিধায় পড়ছেন। পুরুষেরা আশপাশের মজসিদে গেলেও নারীরা যেতে পারেন না আবার মসজিদ সবসময় খোলাও থাকে না। বিশেষ করে মা-বোনদের টয়লেট ব্যবহার নিশ্চিত করা দরকার। চুয়াডাঙ্গা জেলা শহরের কোর্ট মোড়, বড় বাজারের চৌরাস্তার মোড়, নিচের বাজার, পোস্ট অফিসের সামনে, শিল্পকলা একাডেমি চত্বর, চুয়াডাঙ্গা একাডেমি মোড়, বাসটার্মিনাল ও কেদারগঞ্জস্থ নতুন বাজার এলাকায় পাবলিক টয়লেট স্থাপন করা প্রয়োজন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এছাড়া পরিত্যক্ত টয়লেটসমূহ সংস্কার ও আধুনিকায়নের দাবি করা হয়, বিশেষ করে মা-বোনদের টয়লেট নিরাপত্তা নিশ্চিতকরণ, টয়লেট পরিচর্যার সুব্যবস্থাকর, নিউ মার্কেটসহ বিভিন্ন মার্কেটের টয়লেটগুলো ব্যবহার উপযোগী করতে নিদের্শনা প্রদান করতেও স্মারকলিপিতে বলা হয়। স্মারকলিপিটি গ্রহণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এসময় ইয়ুথ এসেম্বলি চুয়াডাঙ্গার আহ্বায়ক তৌফিক শুভ, তামান্না সুরাইয়া, হৃদি রায়হান, হাসান ও হোসনে আরা হাসি উপস্থিত ছিলেন।