চুয়াডাঙ্গা পৌরসভা অফিসের প্রবেশদ্বারে জীবানুনাশক টানেল উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস প্রতিরোধকল্পে চুয়াডাঙ্গা পৌরসভা অফিসের প্রবেশদ্বারে জীবানুনাশক টানেল উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী এর উদ্বোধন করেন। উদ্বোধনকালে মেয়র বলেন, করোনায় আজ সারাবিশ্ব বিপর্যন্ত হয়ে পড়েছে। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে সতর্কভাবে চলাচল করতে হবে এবং মনে রাখবেন অসাবধানতায় যে কোনো সময় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমাদের স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। বারবার সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোবেন। অপরিচ্ছন্ন হাত দিয়ে মুখ, নাক ও চোখ ছোবেন না। জ্বর, সর্দি, কাশি গলা ব্যাথা হলে বাড়িতেই আলাদা থেকে চিকিৎসা নিন। চুয়ডাঙ্গা পৌরসভাকে করোনা ভাইরাস মুক্ত রাখার জন্য আমরা দিন-রাত প্ররিশ্রম করে যাচ্ছি। তিনি আরও বলেন জীবাণুনাশক টানেলটি সম্পূর্ণ অটো সেন্সর দ্বারা নিয়ন্ত্রিত। মানুষ প্রবেশ করলেই চালু হবে এবং বাহির হলেই বন্ধ হবে। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন, কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, গোলাম মস্তফা শেখ মাস্তার, শেফালী খাতুন, সুলতান আরা রতনা, পৌর নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, পৌর সচিব কাজি শরিফুল ইসলাম, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, সহকারী প্রকৌশরী (পানি) এএইচএম সাহিদুর রশীদ, উচ্চমান সহকারী মোয়াজ্জেম হোসেন, টিকাদান সুপারভাইজার আলী হোসেন, সড়কবাতি পরিদর্শক আনিছুর রহমান, জুবায়ের রহমান প্রমুখ।

 

Comments (0)
Add Comment