পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরে নয়মাইল বাজারের অদূরে মোটরসাইকেল দুর্ঘটনার এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে। লাশের কোনো পরিচয় বা শনাক্ত না হওয়ায় এ বিষয়ে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। গতকাল বুধবার সকালে পরিচয়বিহীন সংবাদ দেখে নিহত ব্যক্তির পরিচয় মেলে। তিনি চুয়াডাঙ্গা সদরে সরোজগঞ্জ যুগিরহুদা বাজারপাড়ার মধু মিয়ার ছেলে সজীব হোসেন (২২)। সজিবের পরিবারের লোকজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মরদেহ শনাক্ত করে। সজিবের পিতা জানান, আমার ছেলেকে খুব আদর ভালোবাসা দিয়ে লালন পালন করে আসছিলাম। সে খেলাধুলা পছন্দ করতো। রাত যখন ১১টা বেজে যাচ্ছে তখনো সজিব বাসায় আসেনি। তার মোবাইল ফোনে কল দিলে ফোনে কল যাচ্ছিলো কিন্তু ফোন রিসিভ হচ্ছিলো না। এভাবে অনেকবার চেষ্টা করা হয় তার সাথে যোগাযোগ করার জন্য। আমরা আত্মীয়-স্বজন ও সজীবের বন্ধুদের সাথে যোগাযোগ করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে পত্রিকা পড়ে জানতে পারি নয়মাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় পরিচয়বিহীন এক যুবক মারা গেছে। পত্রিকায় ছবি দেখে বুজতে পারি ওটাই আমার ছেলে সজিব। গতকাল বুধবার সজিবের মরদেহ পারিবারিক কবরস্থানে বাদ মাগরিব দাফন সম্পন্ন করা হয়।