স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের শামসুল শেখকে (৬৫) হত্যার দায়ে আদালত নিহতের নাতনি কামনা খাতুনকে (২৩) যাবজ্জীবন কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদ- দিয়েছেন। একই মামলায় আদালত রাশেদ (২৬) নামে এক ব্যক্তিকে খালাস প্রদান করেছেন। গতকাল বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার আসামির উপস্থিতিতে চাঞ্চল্যকর মামলার এ রায় ঘোষণা করেন। দন্ডিত কামনা চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি ঈদগাহপাড়ার কামাল উদ্দিনের মেয়ে। খালাসপ্রাপ্ত রাশেদ আলী সদর উপজেলার গাইদঘাট গ্রামের আবু সাঈদের ছেলে ।
এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৯ নভেম্বর কামনা খাতুন তার বৃদ্ধ নানা শামসুল হকের শরীরে বিষাক্তদ্রব্য পুশ করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত ) মো. মাসুদুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারের পর কামনা খাতুন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। মামলার তদন্ত শেষে সদর থানার পরিদর্শক আবু সাঈদ ২০২২ সালের ২০ জুলাই দুইজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ১৮ জনের স্বাক্ষ্য প্রমাণ সাপেক্ষে মামলার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী বেলাল হোসেন পিপি এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।