চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা

কাজের মাধ্যমে তিনি আমাদের সকলকে আপন করে নিয়েছিলেন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় জেলা পরিষদের মিলনায়তনে এ বিদায় সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকনের সভাপতিত্বে বিদায়ী অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশসক (রাজস্ব) জাহিদুল ইসলাম  এবং জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান ও প্রশাসনিক কর্মকর্তা মো. রমজান আলী অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ও রেডক্রিসেন্টের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সাহান, ৩নং ওয়ার্ডের সদস্য জহুরুল ইসলাম, সংরক্ষিত ৪নং ওয়ার্ডের সদস্য তানিয়া বেগম, জেলা পরিষদের প্রধান সহকারী মো. ইসরাইল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য খলিলুর রহমান, মাফলুকাতুর রহমান, সংরক্ষিত সদস্য হাছিনা খাতুন ও মিতা খাতুন। এছাড়াও জেলা পরিষদের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ পরিষদে ৪জন প্রধান নির্বাহী কর্মকর্তা বদলি হলো। এর মধ্যে অল্পদিনেই বিদায়ী প্রধান নির্বাহী স্যার কাজের মাধ্যমে আমাদেরকে আপন করে নিয়েছিলেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশসক (রাজস্ব) জাহিদুল ইসলাম বলেন, জেলা পরিষদের সকল কাজ মানসম্মত হয়। জেলা পরিষদে মাত্র ৪ মাস কাজ করে বুঝতে পেরেছি এলাকার উন্নয়নে এ পরিষদের ভূমিকা অনেক।

জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন বলেন, অতিরিক্ত জেলা প্রশসক (রাজস্ব) জাহিদুল ইসলাম প্রধান নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব নিয়েও সময়ের কাজ সময়ে করেছেন। তার কাজ দেখে মনেই হয়নি তিনি জেলা পরিষদের অতিরিক্ত দায়িত্বে আছেন। আমরা মঙ্গল কামনা করি।

Comments (0)
Add Comment