চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের দায়িত্বভার গ্রহণ

স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল বুধবার বেলা ১০টায় বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করেন। এ কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। বিদায়ী কমিটির সভাপতি অ্যাড. মহ: শামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নব-নির্বাচিত কমিটির সভাপতি অ্যাড. সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও সাধারণ সম্পাদক অ্যাড. আহসান আলী এবং বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন, আব্দুল খালেক (সরকারি কৌশুলী), মুন্সি মো. শাহজাহান মুকুল (স্পেশাল পিপি), জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, মইন উদ্দিন মইনুল, নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি পদে মানজার আলী জোয়ার্দ্দার হেলাল ও আব্দুল্লাহ আল মামুন এরশাদ, যুগ্ম-সম্পাদক পদে এসএম হুমায়ুন কবীর ও মসিউর রহমান পারভেজ, কোষাধ্যক্ষ পদে এসএনএ হাশেমী, গ্রন্থাগার সম্পাদক পদে জীল্লুর রহমান জালাল ও ক্রীড়া ও সাংস্কৃতিক পদে মো. শাহাজামাল (জামাল) নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্য পদে রুবিনা পারভিন রুমা, বজলুর রহমান ডাবলু, ইকরামুল হক, রাগিব হাসান, আশিকুর রহমান রাজ ও শরিফুল ইসলাম (২) নির্বাচিত হন। নব-নির্বাচিত কমিটির সভাপতি অ্যাড. সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম বলেন, নতুন কমিটি সকল আইনজীবীর দোয়া ও সহযোগিতা এবং পরামর্শ কামনা করছি।