বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার বেগমপুর কৃষ্ণপুর মল্লিকপাড়ায় জমি লিখে না দেয়ায় মাকে মারধর ও পঙ্গু বাবার বুকে লাথি মারার অভিযোগ উঠেছে ছেলে তামিমের বিরুদ্ধে। ছেলের বিচার চেয়ে মা ছায়েরা খাতুন থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় তামিমকে খুঁজছে পুলিশ।
অভিযোগে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কৃষ্ণপুর মল্লিকপাড়ার মনিরউদ্দিনের ছেলে তামিম হোসেন (২৫) প্রায় জমি নিজের নামে লিখিয়ে দিতে মা ও বাবাকে শারিরীক ও মানষিক নির্যাতন করে থাকে। কোনোভাবেই জমিজমা লিখে দিতে রাজি হয়ানি বাবা মনিরুল। এরই ধারাবহিকতায় গতকাল সোমবার দুপুর ২টার দিকে ক্ষিপ্ত হয়ে তামিম মাকে মারধর এবং পঙ্গু বাবার বুকে লাথি মেরে ফেলে দেয়। এ ঘটনায় মা ছায়েরা খাতুন ছেলের বিচার চেয়ে দর্শনা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। হিজলগাড়ি ক্যাম্প পুলিশের এএসআই ছবেদ আলী বলেন, মাকে মারধর এবং বাবার বুকে লাথি মারার সত্যতা মিলেছে, তামিমকে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে।