স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কোর্টপাড়ার জাহিদুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজেউন। গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে নিজবাড়িতে অবস্থানকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন জাহিদুল হক। বিকেল পাঁচটার দিকে পরিবারের সদস্যরা তাকে সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়।
আজ (বৃহস্পতিবার) বাদ জোহর চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে নিহতের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থানে মরহুমের লাশ দাফন কার্য সম্পন্ন করা হবে।