চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন স্থানে দিলীপ কুমার আগরওয়ালা গণসংযোগ ও পথসভা

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গা সদরের বিভিন্ন স্থানে সকাল থেকেই গণসংযোগ করেছেন। এরপর বিকেল থেকে আলমডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে অত্র উপজেলার জামজামি ইউনিয়নের জামজামি বাজারে পথসভা করেন। এই পথসভায় মুহূর্তে হাজার মানুষ উপস্থিত হয়ে দিলীপ কুমার আগরওয়ালাকে ঈগল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও গতকাল মঙ্গলবার আরও কয়েকটি স্থানে দিলীপ কুমার আগরওয়ালা তার নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। এদিকে সকাল থেকে দিলীপ কুমার আগরওয়ালার সমর্থকরা চুয়াডাঙ্গা নির্বাচনী এলাকার অসংখ্য অলিগলি গণসংযোগ করেছে। গণসংযোগকালে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আমি চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার সন্তান। আমি আপনাদের ভোটে জয়যুক্ত হয়ে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে এ অঞ্চলে কাজ করবো। আমি চুয়াডাঙ্গা জেলা স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলবো। আপনারা ৭ জানুয়ারি নির্ভয়ে ভোট সেন্টারে যাবেন এবং ঈগল মার্কায় ভোট দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঈগল মার্কায় ভোট দিন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি নির্বাচিত হলে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উন্নয়নের জোয়ারে ভাসবে। গণসংযোগ চলাকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল, বেলগাছির মাহবুবুর রহমান প্রমুখ।