চুয়াডাঙ্গা উপজেলা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সাথে ত্রৈমাসিকসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সাথে ত্রৈমাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা সম্মেলন কক্ষে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) সহযোগিতায় উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সাথে ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার মৌমিতা পারভীন, উপজেলা হেল্থ ফ্যামিলি প্লানিং এর উপজেলা মেডিকেল অফিসার ডা. রেজোয়ানা আক্তার, চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বিএম রফিকুল ইসলাম, প্যানেল মেয়র সুলতানা আঞ্জু, উপজেলা একাডেমি সুপারভাইজার সোহেল আহম্মেদ ও প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার একতা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ইউনুস আলী। সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড ফেসিলিটেটর হামিদুল ইসলাম ও আব্দুর রহমান। আলোচনা শেষে সদর উপজেলা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সদস্যদের উপস্থিতে ১০ জন প্রতিবন্ধীকে নতুন করে প্রতিবন্ধী শনাক্তকরণ করা হয় এবং প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আর্থিক সহযোগিতায় আলুকদিয়া ইউনিয়নের সাবিনা ইয়াসমিন নামে একজন অতি দরিদ্র বিধবাকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।