ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেনের পিতা ইমান আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…. রাজেউন)। সোমবার দিবাগত রাত ২টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতুকালে ইমান আলীর বয়স হয়েছিলো ৭৮ বছর। গতকাল সকাল ১০টার দিকে জানাজা শেষে আলুকদিয়া গ্রামের কবরস্থানে মরহুমের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। ইমান আলীর মৃত্যুতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
পারিবারিকসূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নের আলুকদিয়া গ্রামের মৃত কোবাদ আলীর ছেলে ইমান আলী বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার দিনগত রাত ১টার দিকে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনসহ গ্রামে মানুষের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। মঙ্গলবার সকাল ১০টার দিকে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুম ইমান আলী ৪ ছেলে ২ মেয়ের জনক ছিলেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এদিকে মরহুমের বড় ছেলে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন তার পিতার রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।
অপরদিকে, ড্রিমস আনলিমিটেড ব্যাচের সদস্য নুর হোসেনের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ড্রিমস আনলিমিটেড পরিবার।