চুয়াডাঙ্গায় ১৯ কেজি গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল সোমবার সকালে সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামের কাজীপাড়ার মাদকব্যবসায়ী শাহীনের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লা আল মামুন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপপরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার হানুরবাড়াদী কাজীপাড়ার আনছার আলীর ছেলে শাহীনের বাড়িতে অভিযান চালান। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদকব্যবসায়ী শাহীন। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার অনুমানিক মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ জানান, পলাতক শাহীনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলাসহ উদ্ধারকৃত গাঁজা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Comments (0)
Add Comment