স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যার পর চুয়াডাঙ্গা কেদারগঞ্জ নতুন বাজারস্থ যুবলীগের অন্যতম সদস্য শরিফ হোসেন দুদু’র রাজনৈতিক কার্যালয়ে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রলীগ সভাপতি জেলা যুবলীগের সদস্য শরিফ হোসেন দুদু। প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য অধ্যক্ষ মহাবুল ইসলাম সেলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সদস্য অ্যাড. তসলিম উদ্দীন ফিরোজ, ১নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গোলজার রহমান পিন্টু, যুগ্ম-সম্পাদক মিন্টু, সাংগাঠনিক সম্পাদক স্বপন আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য খাইরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন জ্যাকি, জেলা ছাত্রলীগের সাবেক উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, জেলা ছাত্রলীগ নেতা উজ্জ্বল, সজল আহম্মেদ, খোকন, ইমরোজ, লিমন, তুষার, জিতু, রকিব, স্বচ্ছ, ম-ল, মিরাজ, পিয়াল, এনামুল, মিজান, লিখন, শিপন, ইমরান, আকাশ, সবুর আলী, বণি, শাকিল, বিল্লাল, সাব্বির, সেলিম, মুসা, যুবলীগ নেতা আসাদুল, জাহিদ হোসেন, আব্দুল হান্নান, তুহিন, আব্দুল মান্নান মুন্না, শহীদ, মিলন আলী, ফেরদৌস জোয়ার্দ্দার, আসলাম, শাহিন, আশরাফুল, কালাম, তোতা, উজ্জ্বল তরফদার, সোহেল, সাঈদ, রানা, তিতুদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শোভন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কেদারগঞ্জ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. রুহুল আমিন হুজুর। দোয়া শেষে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।