চুয়াডাঙ্গায় সাংবাদিক ডালিমের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: সাংবাদিক আরিফুল ইসলাম ডালিমের ২য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার মসজিদে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করে স্বজন ও সহকর্মীরা। বাদ আসর চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদ ও সদর থানা জামে মসজিদে এ মিলাদ মাহফিল সম্পন্ন হয়। এসময় তার আত্মার শান্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয়। ২০২১ সালের ১২ আগস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান চুয়াডাঙ্গার সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম। তিনি জীবদ্দশায় বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করে গেছেন। সবশেষ যমুনা টেলিভিশন, দৈনিক দেশ রুপান্তর ও বার্তা সংস্থা ইউএনবিতে প্রতিনিধিত্ব করছিলেন। এছাড়াও তিনি স্থানীয় একটি দৈনিকের নির্বাহী সম্পাদক ছিলেন।

Comments (0)
Add Comment