স্টাফ রিপোর্টার: সমকাল সুহৃদ সমাবেশ চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে গোকুলখালী ডা. আফছার উদ্দিন কলেজের অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিমকে সভাপতি এবং সাধারণ সম্পাদক করা হয়েছে অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজকে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কনফারেন্সরুমে কমিটি ঘোষণা করেন চুয়াডাঙ্গা প্রতিনিধি খাইরুল ইসলাম।
সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সকল সদস্যের উপস্থিতিতে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমানকে প্রধান উপদেষ্টা করে তিন সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী ও চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক নাসির আহাদ জোয়ার্দ্দার।
২১ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হয়েছেন সাদিকুল ইসলাম ও যুগ্মসাধারণ সম্পাদক হয়েছেন রাজু আহমেদ সুমন। কমিটি গঠন উপলক্ষে সভায় বক্তারা বলেন, মানুষের চুয়াডাঙ্গা সুহৃদ সমাবেশ হবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ভালো কাজের জন্য। এ সময় বক্তারা বলেন, মানুষের রয়েছে দুটি সত্বা। একটি ভালো সত্বা আরেকটি খারাপ সত্বা। কেউ ভালো কাজ করে, কেউ খারাপ কাজ করে। আমরা তরুণদের সঙ্গে নিয়ে ভালো কাজ করবো। সমকাল সুহৃদ সমাবেশ প্রতিবছর শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকশিত করতে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। যার মাধ্যমে শিশুশিক্ষার্থীরা তাদের মেধাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ পায়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক রেজোয়ানুর রহমান মিলন, অর্থ সম্পাদক ডা. মো. তারিক উজ-জামান, দফতর সম্পাদক প্রকৌশলী মো. টিপু সুলতান, প্রচার-প্রকাশনা সম্পাদক মো. ইমাম হাসান, ক্রীড়া সম্পাদক প্রশান্ত কুমার শর্মা। কার্যনির্বাহী সদস্যরা হলেন ডা. খন্দকার আরিফুজ্জামান, জুবায়ের আহমেদ সুমন, রাজু আহমেদ, ইমরান হুসাইন, রমজান আলী, তানজিরা বিশ্বাস, ফাতেমা খাতুন, ফজরুজ্জামান নিশান, রকি আহমেদ, জাকির হুসাইন জ্যাকি, কানন আহমেদ, সানজিদ আহমেদ, সাজিদ হাসান রাজন ও ইমরান হোসেন। কমিটির সমš^য়ক হিসেবে রয়েছেন সমকালের চুয়াডাঙ্গা প্রতিনিধি খাইরুল ইসলাম।