চুয়াডাঙ্গায় যুবলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পবিত্র রমজান মাস উপলক্ষ্যে জেলা যুবলীগের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রমজানের শুরু থেকেই যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে এ কার্যক্রম পরিচালনা করছে যুবলীগ। এর অংশ হিসেবে গতকাল শনিবার বিকেল ৪টায় জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের নেতৃত্বে যুবলীগের কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের এই সঙ্কটকালে গরিব অসহায়দের পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন। তাই দেশব্যাপী যুবলীগের উদ্যোগে পবিত্র রমজান মাসে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রত্যেকে নিজ নিজ এলাকায় যদি এভাবে মানুষের পাশে দাঁড়ায় তাহলে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না। চুয়াডাঙ্গা যুবলীগ আগেও মানুষের পাশে ছিলো এখনও আছে ভবিষ্যতেও থাকবে।’ এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবু বক্কর সিদ্দিক আরিফ। যুবলীগ নেতা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি বিপ্লব হোসেন, বিপুল জোয়ার্দ্দার, ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, পৌর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সামিউল শেখ সুইট, দিপু বিশ্বাস, ছরো, জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা উপ-সম্পাদক শেখ আনোয়ার, সাবেক সদস্য ইমরান ফেরদৌস, জাহাঙ্গীর আলম টিলু প্রমুখ।

Comments (0)
Add Comment