স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে মামলা দায়েরের প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় যুবদল ও ছাত্রদল পৃথক কর্মসূচির আয়োজন করে। পুলিশি বাধায় বিক্ষোভ প- হয়ে গেলে পরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতি আল জাজিরা নিউজ চ্যালেনের প্রতিবেদনে সরকারের মাফিয়া তন্ত্র প্রকাশ পেয়েছে সেটা খুবই ভয়াবহ তাছা নিত্য প্রয়োজনীয় দ্রব্য লাগামহীন মূল্য বৃদ্ধি পেয়েছে। যা সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। এ সমস্ত ব্যর্থতা ঢাকার জন্য পতনের শেষ প্রান্তে এসে। জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানসহ ২৫ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইন নামক কালো আইনে মামলা দায়ের করা হয়েছে। তার প্রতিবাদে তীব্র নিন্দা ও মামলা প্রত্যাহারসহ কালো আইন বাতিলের জোর দাবি জানান।
চুয়াডাঙ্গা জেলা যুবদলের দফতর সম্পাদক মামুন-উর-রশিদ টনিক এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে শিল্পকলা একাডেমির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রিন্স প্লাজা মার্কেটের সামনে পৌছুলে পুলিশি বাধায় পড়ে শিল্পকলা একাডেমির সামনে ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, সিনিয়র সহসভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সহসভাপতি সোহেল আহমেদ মালিক সুজন, আনিছুজ্জামান আনিছ, আরিফুজ্জামান পিন্টু, যুগ্মসাধারণ সম্পাদক হাজি রবিউল হক মল্লিক, বকুল হোসেন বকুল, সহসাধারণ সম্পাদক পিনু মুন্সী, প্রচার সম্পাদক ইমরান হোসেন উজ্জ্বল, সহ-দফতর সম্পাদক হাসান বিশ্বাস আশা, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক রাহাত হাসান মালিক রাজিব, সদস্য সচিব সাজিদুর রহমান মিলন, যুগ্ম আহ্বায়ক হাসমত আলী, রায়হানুল ইসলাম কাজল, সদস্য শামীম রেজা, সেলু বিশ্বাস, হামিদুল, জাহাঙ্গীর, চুয়াডাঙ্গা পৌর যুবদলের সদস্য সচিব আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক মিলন আলী লিমন, দামুড়হুদা উপজেলা যুবদরের সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক মো. ফারুক হোসেন, সদস্য সচিব জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, আলমডাঙ্গা পৌর যুবদলের ১নং সদস্য মিলন প্রমুখ।
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সাহিত্য পরিষদ চত্বরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম বিপ্লব, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, অর্থ সম্পাদক মমিনুল রহমান মমিন, জেলা যুবদলের সদস্য খায়রুল আলম, হাবিবুর রহমান জোয়ার্দ্দার মানিক, নাজমুল হক, চুয়াডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক অপু মালিক, হাসিবুল ইসলাম, কাজী হাসান, জেলা ছাত্রদলের সহসভাপতি মতিউর রহমান মিশর, যুগ্মসম্পাদক আমান উল্লাহ আমান, তানভীর ইনায়েত জিত, সহসম্পাদক আব্দুস সামাদ প্রমুখ।
অপরদিকে, চুয়াডাঙ্গায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখার উদ্যোগে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলে সভাপতিত্বে করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলের আহ্বায়ক মো. ফয়সাল ইকবাল প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহি। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি জিলাল। চুয়াডাঙ্গা যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম দোদুল। সহসাধারণ সম্পাদক জাকির হোসেন ও সহ-আইন বিষয়ক সম্পাদক রাফিক জামান, তারেক জিয়া প্রজন্মদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান, আবু তাহের মুন্সি, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন জোয়ার্দ্দার, সাকিব আল হাসান, সদস্য সবুজ লস্কার ও আছিফ আলী, পৌর শাখার যুগ্ম আহ্বায়ক রানা হামিদ ও সাব্বির হোসেন প্রমুখ।