চুয়াডাঙ্গায় মিনিস্টারের ঈদ অফারের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: মিনিস্টারের পণ্যের ঈদ অফারের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে চুয়াডাঙ্গা জোনের আওতাধীন চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার ১০টি শোরুমের কুপণের ড্র অনুষ্ঠিত হয়। শহীদ আবুল কাশেম সড়েকে মিনিস্টার শোরুমে আয়োজিত র‌্যাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু। মিনিস্টার চুয়াডাঙ্গা জোনের ডিভিশনাল ম্যানেজার আব্দুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা দোকান মালিক সমিতির সহসভাপতি শাহাবুদ্দিন মল্লিক, শফি উদ্দিন ও মার্কেট মালিক রতন মিয়া। এছাড়াও চুয়াডাঙ্গাসহ বিভিন্ন শোরুম থেকে আসা মিনিস্টার পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাহিদুর রহমান শুভ।
মিনিস্টার চুয়াডাঙ্গা জোনে কর্মকর্তারা জানিয়েছেন, ঈদ উপলক্ষে মিনিস্টারের পণ্য কেনার সময় একটি করে লাকী কুপন দেয়া হয়। চুয়াডাঙ্গা জোনের আওতাধীন ১০টি শোরুমের লাকী কুপনের ড্র হয়। প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ফ্রিজ (এম২২২), দ্বিতীয় পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ২০/২৪ ইঞ্চি এলইডি টিভি, একটি ডাবল গ্যাস বার্নার, দুটি সিঙ্গেল গ্যাস বার্নার, তিনটি রাইস কুকার, চারটি ব্লিন্ডার, ইলেকট্রিক কেটলি, আটটি আয়রণসহ ২৪টি টিশাট। সর্বমোট ৫০টি পুরস্কার ঘোষণা করা হয়।

Comments (0)
Add Comment