স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে কুচকাওয়াজ মহড়া সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে চুয়াডাঙ্গা জেলার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের দল ও অস্ত্রধারী সংস্থার গুলো মহড়ায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী এ সকল দলসমূহের কুসকাওয়াজ মহড়া তদারকি ও পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বি, এম তারিকুজ্জামান, সাদাত হোসেনসহ নবাগত সহকারী কমিশনারগণ। আগত সকল দলসমূহের প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের দলের নেতাদের উদ্দেশে বি. এম তারিকুজ্জামান বলেন মহান বিজয় দিবসের মহড়া সঠিক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্ব স্ব দলের দলনেতা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আন্তরিক হতে হবে। প্রয়োজনে আজ ১৫ ডিসেম্বর যে সময়টুকু আছে সেখানে নিজ নিজ উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর দলকে অনুশীলন করাতে হবে। তবে এ কথা সঠিক যে আজকের এই মহড়ায় যে সকল দল ও শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে না আগামীকাল ১৬ই ডিসেম্বর মূল পর্বে কোনোভাবেই তাদেরকে মহান বিজয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করতে দেয়া হবে না। কুচকাওয়াজ মহড়াটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা পুলিশের আরআই আমিনুল ইসলাম। এছাড়া মহড়াটি পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন ক্রীড়াবিদ ওয়ালিউল্লাহ সিদ্দিক, ফজলুল হক মালিক, নাসির আহাদ জোয়ার্দ্দার, ইসলাম রকিব, ফিরোজ উদ্দিন, তুহিন আহমেদ, শহিদুল কদর জোয়ার্দ্দার ও আব্দুল হাই।