স্টাফ রিপোর্টার: আগামী ১লা অক্টোবর আর্ন্তজাতিক প্রবীণ দিবসকে সামনে রেখে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার বিশেষ সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চুয়াডাঙ্গার দুজন প্রবীণ প্রতিভাবান ব্যক্তিত্ব যারা এ প্রতিষ্ঠানের জন্য মূল্যবান অবদান রাখায় তাদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা প্রাপ্ত ব্যক্তিগণ হচ্ছেন প্রতিষ্ঠানের উপদেষ্টা ও প্রবীণদের স্বাস্থ্যসেবা প্রদানকারী ডা. মার্টিন হীরক চৌধুরী এবং অন্যতম শিক্ষাবিদ অধ্যক্ষ হামিদুল হক মুন্সী। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি সাবেক প্রধান শিক্ষক এ কে এম আলী আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ। তিনি তার বক্তব্যে বলেন, সকল প্রবীণরাই সম্মানিত ব্যক্তি, যাদেরকে সম্মানিত করা উচিত। আপনারা প্রবীণ দিবসের প্রাক্কালে যে দুজন গুণিজনকে সম্মানিত করেছেন আগামীতে এ ধরনের স্বীকৃতি অব্যাহত থাকবে বলে তিনি অশাবাদ ব্যক্ত করেন। সম্মাননা প্রাপ্ত ডা. মার্টিন হীরক চৌধুরী তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, প্রবীণ হিতৈষী সংঘের সকল সদস্যই তার নিজ নিজ কর্মস্থলে সক্রিয় সেবকের ভূমিকায় ছিলেন বলেই এ প্রবীণ বয়সেও তিনি প্রবীণের ব্যনারে সেবকের ভূমিকা পালন করে চলেছেন এবং আমৃত্যু এ কাজে ব্যস্ত থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। সংবর্ধনা প্রাপ্ত হামিদুল হক মন্সি বক্তব্যে অভিব্যক্তি প্রকাশ করে বলেন, সমাজ থেকে সংকীর্ণতা দূর করে সেবার আলো ছড়িয়ে দিতে পারলেই সমাজ আলোকিত হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি উপ-পরিচালক তার বক্তব্যে বলেন, সকল কল্যাণধর্মী কর্মসূচির পাশাপাশি বেসরকারি সংন্থাগুলো আন্তরিকভাবে পাশে দাঁড়ালে অব্যশই সরকারের সেবামূলক সকল কর্মকান্ডে দ্রুত উন্নতি ঘটবে এবং দেশ ও দেশের মানুষ এর সুফল ভোগ করবে। সংগঠনের সভাপতি প্রবীণ হিতৈষী সংঘের বিভিন্ন জনকল্যাণ মূলক কর্মসূচি সফল ভাবে বাস্তবায়নে সংঘের সদস্যবৃন্দের সক্রিয় অবদানের জন্য ধন্যবাদ জানান এবং তাদেরকে তাদের মেধা, মনন, দান/অনুদান ও সহযোগিতা প্রদানের ধারাকে অব্যহত রাখার অনুরোধ জানান। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত কল্পে যে নাতিদীর্ঘ প্রতিবেদন প্রস্তুত করেছেন এবং প্রতিষ্ঠানটিকে কর্মতৎপর হিসেবে সকলের কাছে উপস্থাপনের জন্য যে প্রচেষ্টা রেখেছেন সেজন্যে উপস্থিত সদস্যবৃন্দ ভূয়সি প্রশংসা করেন। সংগঠনের সহ-সভাপতি নজির আহমেদ তার প্রাণবন্ত উপস্থাপনায় উপস্থিত ছিলেন অ্যাড. মো. কামরুল আরেফিন, মো. আমিরুল ফারুক, এ কিউ এম আলফাজ উদ্দিন, মো. অব্দুল হালিম, মো. আবু বকর, মালেকা রহমান, খন্দকার ইকবাল হোসেন, বিশ্বনাথ কর্মকার, গোলাম সরওয়ার প্রমুখ।