স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে মাদকসহ ছয়জনকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। একইসাথে উদ্ধার করা হয় ২০ পিস ইয়াবা ও ৭শ’ গ্রাম গাঁজা।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর আবু জিহাদ ফকরুল আলম খান, সেকেন্ড অফিসার এসআই একরাম হোসাইন সঙ্গীয় ফোর্সসহ শহরতলী দৌলাতদিয়াড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় বঙ্গজ ব্যাক্টরির সামনে থেকে গ্রেফতার করা হয় চুয়াডাঙ্গা পৌর শহরের কলেজপাড়ার মৃত খন্দকার শফি ড্রাইভারের ছেলে খন্দকার ইমরান হোসেন লেবু (৩৪), ফার্মপাড়ার মৃত মানিকের ছেলে শাকিল আহাম্মেদ (১৯), বুজরুকগড়গড়ির মৃত নিয়ত আলীর ছেলে আনোয়ার হোসেন গেন্দু (৩৬), সুমিরদিয়ার মোহাম্মদ আলীর ছেলে আবুল কালাম আজাদ (৩০) ও শহরতলী দৌলাতদিয়াড়ের আলী হোসেনের ছেলে আশিককে (২২)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২০ পিস ইয়াবা ও ২শ’ গ্রাম গাঁজা। তাদেরকে বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইবনে খালিদ স্ট্যালিন সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার ডিঙ্গেদহ হাটখোলা বাজারে অভিযান চালান। এসময় ৫শা গ্রাম গাঁজাসহ আটক করা হয় পার্শ্ববর্তী খেজুরা গ্রামের আলমগীর হোসেনের ছেলে মামুনকে (২৭)। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।