চুয়াডাঙ্গায় পাট গাছ কাটা নিয়ে এক ব্যাক্তিকে পিটিয়ে জখম

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পাট গাছ কাটা নিয়ে হানিফ আলী মন্ডল (৫০) নামে এক ব্যাক্তিকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশি বাবলুর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার সুবদিয়া গ্রামের বেততলার মাঠে এঘটনা ঘটে। আহত হানিফ আলী মন্ডল সুবদিয়া গ্রামের পূর্বপাড়ার মৃত বদর উদ্দিন মন্ডলের ছেলে।
আহত হানিফ বলেন, গতকাল সকালে বেততলার মাঠে এলাকার মৃত ওয়াজ আলীর ছেলে বাবলুর পাটের ক্ষেতের পাশেই আমার ধানের ক্ষেতে কাজ করছিলাম। এসময় বাবলু তার পাট ক্ষেতে এসে দেখে কে বা কারা কিছু পাট গাছ কেটে দিয়েছে। এতে আমাকে দোষারোপ করে বাবলু। এসময় তার  সাথে তর্কবিতর্ক হলে বাবলু আমাকে কিলঘুষি ও হাতে থাকা কোদাল দিতে বেধড়ক পিটিয়ে জখম করে। পরে মাঠে থাকা অন্যান্য লোকজন আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান বলেন, আহত হানিফ আলীর অবস্থা শঙ্কামুক্ত। তার মাথায় ২ টা সেলাই প্রদান করা হয়েছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ আছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি থাকার পরামর্শ দেয়া হয়েছে।
Comments (0)
Add Comment