চুয়াডাঙ্গায় দলীয় নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনিতে প্রফেসর ডা. মেহেদী

আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী চুয়াডাঙ্গায় দলীয় নেতাকর্মীদের সাথে ঈদপুনর্মিলনী করেছেন। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডের বনলতা ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের সকলকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক কাজ করতে হবে। চুয়াডাঙ্গা জেলা আ.লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগ সবসময় মানুষের কল্যাণে কাজ করে। বহু নেতাকর্মী আছেন, যারা শুধু দলের জন্য, মানুষের জন্য পরিশ্রম করে যাচ্ছেন। তাদের মূল্যায়ন করতে হবে। এ সময় তিনি আরও বলেন, ঈদ আমাদের সকলের জীবনে আনন্দ নিয়ে আসে। এখন ঈদে প্রত্যেক ঘরে ঘরে আনন্দ। আ.লীগ সরকার সবদিক থেকে জনগণের উন্নয়নের কথা ভাবে। আ.লীগ সরকার আছে বলেই, আমরা আনন্দে ভালো থেকে ঈদ করতে পারছি। জেলা আ.লীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু হোসেন, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান, যুগ্ম সম্পাদক দীপন, আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, দফতর সম্পাদক রাকিব আহমেদ জনি, চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, আ.লীগ নেতা কামাল হোসেন প্রমুখ। এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে, বঙ্গবন্ধুসহ সকল শহীদ, দেশ ও জাতির শান্তি কামনা করে এক দোয়া অনুষ্ঠিত হয়।

Comments (0)
Add Comment