স্টাফ রিপের্টার: ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩৩ তম মৃত্যু দিবসে ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় শোকর্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির উদ্যোগে এসব নানা কর্মসূচি পালন করা হয়। চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির উদ্যোগে আয়োজিত শোকর্যালী শেষে ডায়াবেটিক সমিতি মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির ১নং সদস্য অ্যাড. আলহাজ সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মহ: শামসুজ্জোহা, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান ও মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান বক্তব্য রাখেন। অলোচনাসভা কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলামের সঞ্চালনায় কার্যনির্বাহী সদস্য অ্যাড. আকসিজুল ইসলাম রতন, এ এইচ এমএম কামাল তুহিন, মেডিকেল অফিসার ডা. নাহিদ ফাতেমা রত্না, লিটু বিশ্বাস, আজীবন সদস্য জোনারুল ইসলাম, ওষুধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ, সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে জাতীয় অধ্যাপক ডা. ইব্রাহিমের আত্মার মাগফেরাত কামনায় বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আব্দুল মজিদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।