স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, জেলা ছাত্রলীগের মোমিন, জান্নাত, ফিরোজ, শিশির, আরিফ, কলেজ ছাত্রলীগের জাহিদ, শামীম, সম্রাট, বাপ্পি, রিয়ন জোয়ার্দ্দার, বর্ষন, আসিফ, হাসিব, টনি, পৌর ছাত্রলীগের গোলাম, আরজু, রোহান, সোহান, সাব্বির, কাওছার, আলিফ, ইশরাক, ছোট সোহান, জিহাদসহ প্রমুখ।
চুয়াডাঙ্গা সরকারি কলেজে গাছের চারা রোপণ শেষে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের পক্ষে পৌরসভার ৯টি ওয়ার্ডে বিভিন্ন প্রজাতির ১০০টা গাছের চারা বিতরণ করেন জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জেলা ছাত্রলীগ নেতা ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক আল নোমান।