চুয়াডাঙ্গায় চুরি হওয়া ইজিবাইক উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিলো পুলিশ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বাস টার্মিনাল মসজিদের সামনে থেকে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছে সদর থানা পুলিশ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে থানা চত্বরে প্রকৃত মালিককে তার ইজিবাইক বুঝিয়ে দেন এসআই মাসুম বেল্লা। চুরি হওয়া ইজিবাইক ফেরত পেয়ে আবেগাপ্লুত হয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের উমর আলী মালিথার ছেলে রেজাউল মালিথা বলেন, বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করে ইজিবাইকটি কিনেছিলাম। এই ইজিবাইক চালিয়েই ৫ সদস্যের পরিবারের খরচ চালাতাম। গত ৮ এপ্রিল বাস টার্মিনাল মসজিদের সামনে ইজিবাইকটি তালা মেরে যোহরের নামাজ পড়তে যায়। নামাজ পড়ে এসে দেখি আমার ইজিবাইকটি নেই। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করি। স্যাররা আমার ইজিবাইকটা উদ্ধার করে দিলো। স্যাররা অনেক কষ্ট করেছে। আল্লাহ ওনাদের ভালো রাখুক।

চুয়াডাঙ্গা সদর থানার এসআই মাসুম বেল্লা জানান, ইজিবাইক চুরির ঘটনায় গাড়াবাড়িয়া গ্রামের রেজাউল মালিথা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরকে শনাক্ত করা হয়। পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর গ্রেফতারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে ইজিবাইকটিও উদ্ধার করা হয়। আদালতের কার্যক্রম শেষে তার ইজিবাইকটি তাকে বুঝিয়ে দেয়া হয়েছে।

Comments (0)
Add Comment