চুয়াডাঙ্গায় কৃষকের ধান কেটে সহায়তা করেছে আওয়ামী যুবলীগ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আওয়ামী যুবলীগের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র এক কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে সহায়তা করা হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার বালিয়াকান্দি গ্রামের কৃষক সজিব সর্দারের ৩ বিঘা জমির ধান কেটে দেয় আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা এ কার্যক্রমে অংশ নেন। ধান কাটা শেষে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিলের আহ্বানে সারাদেশে কৃষকের ধান কেটে সহায়তা করছে আওয়ামী যুবলীগ। এরই অংশ হিসেবে আমরা চুয়াডাঙ্গায় হতদরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়া শুরু করেছি। গতকাল শনিবার প্রথম দিনেই বালিয়াকান্দি গ্রামের হতদরিদ্র কৃষক সজিব সর্দারের ৩ বিঘা জমির ধান কেটে দেয়া হয়েছে। ধান কাটা মরসুম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা অসহায় কৃষকের পাশে থাকবে।’ কৃষক সজিব সর্দার বলেন, ‘ধান পেকে গেলেও টাকা ও শ্রমিকের অভাবে আমার ৩ বিঘা জমির ধান কাটতে পারছিলাম না। ঝড় ও বৃষ্টির কারণে ধান নষ্ট হওয়া নিয়ে চিন্তায় ছিলাম। এরই মধ্যে গতকাল যুবলীগের নেতাকর্মীরা আমার বাড়িতে আসেন এবং ধান কেটে দেয়ার জন্য আমার সঙ্গে মাঠে আসে। অনেক যত্ন নিয়ে যুবলীগের নেতাকর্মীরা আমার জমির ধান কেটে দিয়েছে। আমার এই উপকারের কথা কখনও ভুলবো না। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নঈম হাসান জোয়ার্দ্দারের প্রতি কৃতজ্ঞ।’ ধানকাটা কার্যক্রমে অংশ নেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য জুবায়ের আহমেদ সাব্বির, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সদস্য আজাদ আলী, সাজেদুল ইসলাম লাভলু, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ন কবির বনফুল, সহ সভাপতি বিপ্লব হোসেন, মো. সলোক, সাধারণ সম্পাদক জান্টু, যুগ্ম সম্পাদক সুমন মেম্বার, শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগের সভাপতি কালাম মেম্বার ও সংগঠনিক সম্পাদক মাহফুজ, পদ্মবিলা ইউনিয়ন ১নং ওয়ার্ড সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক খোকন, ৩নং ওয়ার্ড সভাপতি মংলা মল্লিক, সাধারণ সম্পাদক তরিকুল, ৪নং ওয়ার্ড সহ সভাপতি মঞ্জুর আলী, সাধারণ সম্পাদক মামুন, ৬নং ওয়ার্ড সভাপতি ইচানুল শেক, সাধারণ সম্পাদক শরিফ হোসেন, ৯নং ওয়ার্ড সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। এছাড়াও মোমিন, খোকন, মামুন, আঙ্গুর, সাহেদুল, টোকন, রাকিব, আহসান, বসির, নয়ন প্রমুখ।

Comments (0)
Add Comment