স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদার কৃষকদের নিয়ে বীজ উৎপাদন, সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শেষে বীজ সংরক্ষণের জন্য ড্রাম বিতরণ করা হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গায় আবাদের মিটিং রুমে ওয়াসেপ প্রকল্পের আওতায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে জেএফজিই’র অর্থায়নে দামুড়হুদার কৃষকদের নিয়ে বীজ উৎপাদন, সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শেষে বীজ সংরক্ষণের জন্য এ ড্রাম বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মোছা. সানজিদা বেগম। বিশেষ অতিথি ও প্রশিক্ষণের রিসোস পারসন হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান। প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান। বক্তব্য রাখেন সংস্থার পিআরপিডি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ইউনুস আলী, ওয়াসেপ প্রকল্পের দামুড়হুদা উপজেলা এপেক্স কমিটির নির্বাহী সদস্য আবু তাহের, নতিপোতা গ্রাম কমিটির সভাপতি ওহাব আলী, শিলু রহমান, জুড়ানপুর ইউনিয়ন কমিটির সদস্য ইউনুস আলী, গোলাম হোসেন, তুষার আলী, হাউলি ইউনিয়ন গ্রাম কমিটির সভাপতি আব্দুল হাকিম, রবগুল আলী, নজরুল ইসলাম, দামুড়হুদা ইউনিয়ন গ্রাম কমিটির বাবর আলী, আবু বক্কর সিদ্দিক ও লিটন আলী প্রমুখ। সহযোগিতায় ছিলেন ইউনিয়ন ফ্যাসিলেটর হামিদুল ইসলাম, সোহেল রানা, ফিল্ড ভলেন্টিয়ার আরিফুর রহমান ও মনজুর এলাহী। দামুড়হুদা উপজেলার জুড়ানপুর, হাউলি, নতিপোতা ও দামুড়হুদা ইউনিয়নের ২৫ কৃষকদের নিয়ে বীজ উৎপাদন, সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শেষে বীজ সংরক্ষণের জন্য ড্রাম বিতরণ করা হয়।