চুয়াডাঙ্গায় কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় শহর সমাজ সেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের  প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে শহর সমাজ সেবা কার্যালয়ে ২৯ জন প্রশিক্ষণার্থীদের মাঝে এ সনদপত্র তুলে দেয়া হয়।

শহর সমাজ সেবা কার্যালয়ের সমন্বয় পরিষদ আয়োজিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সমন্বয় পরিষদের সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু তালেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় সমাজ সেবা অফিসার ও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কমিটির সহ-সভাপতি আলাউদ্দিন হেলা ও রেবেকা সুলতানা, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন উমর, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবীর মালিক, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম সাহান, প্রকৌশলী অধ্যক্ষ আব্দুল মজিদ, সমাজসেবা অফিসার সাঈদ হাসান, অ্যাড. রফিকুল ইসলাম ও বিপুল আশরাফ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের  যে শিক্ষা গ্রহণ করলে তা ধরে রাখতে হবে। যেভাবে পারো এর সাথে সম্পৃক্ত হবে। চর্চ্চা করতে হবে। বাস্তব জীবনে কাজে লাগিয়ে বড় হবে। কোনোরকম অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হবো না। নিজের বুদ্ধিতে পায়ের মাটি শক্ত করবে। জীবন খুব ছোট। বাংলাদেশ এখন রাইজিং হর্স। নিজের টাকায় পদ্মা সেতু ও রাস্তাঘাট হচ্ছে। যখন যে সুযোগ আসবে কাজে লাগাতে হবে। আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়সহ বিভিন্ন দেশ ভিসা দিচ্ছে। ইংরেজি ভাষা ভালোভাবে শিখবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর দেখিয়ে যাওয়া পথে  তোমরাও স্মার্ট হয়ে এগিয়ে যাও। বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগিয়ে যাও। তোমরা সমৃদ্ধি হলে, দেশও সমৃদ্ধি হবে।

প্রধান অতিথি জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ বলেন, প্রশিক্ষণার্থীরা নিজেরা স্বশিক্ষিত হবে এবং নিজের পায়ে দাঁড়াবে।

Comments (0)
Add Comment