চুয়াডাঙ্গায় আটকা পড়লো অতি বিরল প্রজাতির বাগডাশা : করা হলো অবমুক্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিরল প্রজাতির একটি বাঘডাশা আটকের পর ছেড়ে দেয়া হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে জেলা শহর সংলগ্ন বেলগাছি গ্রামে আটকা পড়ে বাঘডাশাটি। পরে পরিবেশবাদী সংগঠন পানকৌড়ির সদস্যবৃন্দ রাতেই বাঘডাশাটি উপযুক্ত পরিবেশে অবমুক্ত করেন। এর আগে চুয়াডাঙ্গায় এ ধরনের বাঘডাশা দেখা যায়নি বলে পরিবেশবাদী বখতিয়ার হামিদ জানান।

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের দক্ষিণপাড়ার আলী জোয়ার্দ্দার জানান, রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পোশা কুকুরের তাড়া খেয়ে বাঘডাশাটি বেড়ার ভেতর ঝাঁপ দেয়। কুকুরের অতিরিক্ত ঘেউ ঘেউ শব্দ শুনে আমরা ঘর থেকে বেরিয়ে আসি। দেখি একটি অপরিচিত প্রাণী বেড়ার ভেতরে আটকা পড়েছে। আমরা প্রাণিটিকে হত্যা না করে সঙ্গে সঙ্গে পরিবেশবাদী সংগঠন ‘পানকৌড়ি’র প্রতিষ্ঠাতা স্কুলশিক্ষক বখতিয়ার হামিদকে খবর দিই। তিনি এসে জানান, এটি বিরল প্রজাতির বাঘডাশা। পরে তারা ওই রাতেই স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম জোয়ার্দ্দারের উপস্থিতিতে গ্রামের কুমুরগাড়ীর মাঠে বাঘডাশাটি অবমুক্ত করেন। এ ব্যাপারে পরিবেশবাদী সংগঠন ‘পানকৌড়ি’র প্রতিষ্ঠাতা স্কুলশিক্ষক বখতিয়ার হামিদ বলেন, ‘অতি বিরল প্রজাতির বড় এই বাঘডাশাকে চুয়াডাঙ্গায় এর আগে কখনো দেখা যায়নি। এর ইংরেজি নাম খধৎমব ওহফরধহ ঈরাবঃ. দেশের সুনামগঞ্জ, সিলেটসহ কয়েকটি অঞ্চলে এগুলোর দেখা পাওয়া যায়। মানুষের কোনো ক্ষতি করে না। এরা পরিবেশের জন্য খুবই উপকারী। ইঁদুর, মাছ, কাঁকড়া, বিচ্ছু, ব্যাঙ ও পোকামাকড় খায়। বিলুপ্তপ্রায় এসব বন্যপ্রাণী হত্যা করা অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এদেরকে বাঁচাতে হবে।’

Comments (0)
Add Comment