বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার হারদাচাঁদপুর গ্রামে অনৈতিক কাজের সময় হাতে নাতে আটককৃত মজিবুল ও রেকসোনাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। দিনভর থানার আঙিনায় তাদেরকে ছাড়ানোর চেষ্টা চালানো হলেও তাতে কোনো ফল হয়নি।
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়া গ্রামের বজলুর রহমানের ছেলে ২ সন্তানের জনক মজিবুল হক শুক্রবার রাতে আনিসের স্ত্রী তিন সন্তানের জননী রেকসোনার সাথে হাঁরদাচাদপুর গ্রামে দেখা করতে যায়। এসময় তারা অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় বেরসিক জনগণের হাতে আটক হয়। রাতেই তিতুদহ ক্যাম্প পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাদেরকে দর্শনা থানায় সোপর্দ করে। গতকাল শনিবার আটকৃত মজিবুল ও রেকসোনাকে আদালতে সোপর্দ করে পুলিশ। রেকসোনা জানায়, মজিবুলের সাথে তার এক বছরের পরকীয়া সম্পর্ক। প্রায় সময় সুযোগ বুঝে সে তার কাছে যাওয়া আসা করে থাকে। মজিবুল আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক করেছে। এদিকে দিনভর থানার আঙিনায় তাদেরকে ছাড়ানোর চেষ্টা চালানো হলেও পুলিশ তাতে সাড়া দেয়নি।