স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে ফ্লাট সোলিং রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে স্থানীয়দের সাথে নিয়ে এ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। উদ্বোধনকালে মেয়র বলেন, আপনারা আমাকে মেয়র নির্বাচিত করেছেন চুয়াডাঙ্গার উন্নয়ন করার জন্য। আমি চেষ্টা করছি আপনাদের পরিপূর্ণ নাগরিক সেবা দেয়ার। আমি মেয়র হওয়ার পর থেকেই চেষ্টা করেছি অনেক সিস্টেমে পরিবর্তন আনার। আমি একটা জিনিস নিশ্চিত করেছি যে, কোন নাগরিক যেন পৌরসভায় এসে মন খারাপ করে না ফিরে যায়। তার সমস্যার কথা শুনেছি এবং সমাধানের চেষ্টা করেছি। পৌর এলাকার উন্নয়ন কাজ আগের থেকে এখন শতভাগ স্বচ্ছ করেছি। কাজের সাইটে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছি, একই সাথে প্রতিটি এলাকায় গিয়ে গিয়ে এলাকাবাসীকে বলে এসেছি তাদের কাজ তাদেরকে বুঝে নিতে। এ সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিনা আক্তার, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা প্রমুখ।