চুয়াডাঙ্গার সড়াবাড়ীয়ায় সর্প দংশনে একজনের মৃত্যু

 

গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার সড়াবাড়ীয়ায় মাছ ধরতে গিয়ে মাঠ থেকে সর্প দংশনে অমজেল মালিতা (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে। গতপরশুদিন সন্ধ্যার আগে মাঠে তাকে সাপে দংশন করলে কবিরাজ দিয়ে ঝাঁড়ফুক করার পর রাত ১২টার দিকে মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হয়েছে।

পরিবার স‚ত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়ীয়া আলিয়া মাদরাসাপাড়ার মৃত সৈলন মালিতার ছেলে অমজেল মালিতা গত পরশু বুধবার বিকেলে স্থানীয় বিলের মাঠে মাছ ধরতে যান। মাঠ থেকে ফেরার পথে তাকে সাপে দংশন করে। তিনি নিজেই কবিরাজি করতেন। নিজে ও কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করলেও রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

প্রতিবেশী রেজাউল ইসলাম জানান, অমজেল মালিতা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মত ওইদিন মাছ ধরে ফেরার পথে সাপে কামড় দিলে ততটা গুরুত্ব না দিয়ে নিজেই ঝাড়ফুঁক করেন। পরে তিনি মারা যায়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফনকাজ সম্পন্ন হয়।

Comments (0)
Add Comment