গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার সড়াবাড়ীয়া গ্রামে নন্দাইেয়ের হাত ধরে ২ সন্তানের জননী গৃহবধূ মৌসুমি খাতুন অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছে। গতকাল উভয়ের খোঁজখবর না পেলে পরে নিশ্চিত হয় পরিবারের লোকজন।
জানাগেছে, সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়ীয়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী মৌসুমি খাতুন ও পার্শ্ববর্তী সুজায়েতপুর স্কুলপাড়ার আজগারের ছেলে জয়নাল হোসেনের সাথে দীর্ঘদিনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো। প্রায় ২মাস আগে তারা উভয়ে পালিয়ে যান। পরে পরিবারের লোকজন তাদের খুঁজে নিয়ে এসে গ্রাম্য সালিসের মাধ্যমে তাদের নিজেদের সংসারে ফেরত পাঠায়। ঘটনার ২ মাস পার হতে না হতেই গতকাল তারা আবারও অজানার উদ্দেশে পাড়ি জমায়। এদিকে জয়নালের সাংসারিক জীবনে এক মেয়ে ও গৃহবধূর দুটি সন্তান রয়েছে।