পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গার শম্ভুনগরে একটি বাগডাশা উদ্ধার করেছে গ্রামবাসী। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গ্রামের গ্রামের পদ্মবিল মাঠে কবরস্থানের সেফটি পাইপের ভেতর থেকে ওই বাগডাশা উদ্ধার করা হয়। শম্ভুনগর গ্রামের কৃষক আব্দুর রশিদ গতকাল সকালে নিজের ক্ষেতে কাজ করতে গিয়ে করবস্থানের সেফটি পাইপের মধ্যে একটি বাগডাশা দেখতে পান। তিনি পাইপের মুখ বন্ধ করে গ্রামবাসিকে খবর দেন। পরে গ্রামবাসী গিয়ে বাগডাশাটি জীবিত অবস্থায় উদ্ধার করেন। এ বিষয়ে শম্ভুনগর ক্যাম্পের ইনচার্জ আব্দুল হান্নান জানান, বাগডাশা উদ্ধার করে সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামে সাপুড়ে খলিলের হেফাজতে রাখা হয়েছে।