সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে সরোজগঞ্জ বাজারের মিতালী সিনেমা হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে ডিঙ্গেদহ মাদরাসা মাঠে এসে শেষ হয়। মাদরাসা মাঠে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা এমআর মুকুল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রাইহান উদ্দিন, আব্দুল কাদের মাস্টার, সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, যুগ্ম-সম্পাদক রুহুল কুদ্দুস পচা, সহ-সভাপতি আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম বিশ^াস, কোষাধক্ষ্য সাইফুল ইসলাম, ৮নং ওয়ার্ড সভাপতি বাকু মিয়া, সাধারন সম্পাদক মানোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক রুহুল কবির, প্রচার সম্পাদক স্বাধন কুমার ঘোষ, ধর্মবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, আশরাফুল ইসলাম জজ, ইদ্রীস আলী, শাহিনুল ইসলাম, রাশেদুল ইসলাম, বিলুদা, সাকিব, বাবলু, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহসভাপতি আরিফুল ইসলামসহ অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন শঙ্করচন্দ্র ইউনিয়ন যুগ্ম-আহ্বায়ক রাজু আহম্মেদ।
এ সময় বক্তারা বলেন, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটির মতামত ছাড়াই ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। অচিরে ঘোষিত কমিটি বিলুপ্ত করে জনগণের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।