চুয়াডাঙ্গার রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতাকল শনিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মো. শাহাজাহান আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, নির্বাহী সদস্য ৯নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ ও সদস্য জহুর হোসেন এবং প্রধান শিক্ষক সাবিনা কুলসহ স্কুলের শিক্ষকবৃন্দ। সভায় স্কুল পরিস্কার পরিছন্ন ও অভিভাবকদের জন্ম নিবন্ধন বিষয়ে তাগিদসহ ছাত্র/ছাত্রী যাতে ভালোমত লেখা-পড়াসহ বিদ্যালয়গামী হয় সে বিষয়ে বক্তারা বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন। অত্র সভা পরিচালনায় ছিলেন স্কুল কমিটির অন্যতম সদস্য ও সহকারী শিক্ষক মামুনুর রশিদ জুয়েল। শেষে সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির দ্রুত সুস্থতা ও দোয়া কামনা করা হয়।

Comments (0)
Add Comment