স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে নতুন বস্ত্র ও ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাসের উদ্যোগে কলেজ রোডস্থ বিশ্বাস টাওয়ার অবস্থিত নিজ কার্যালয় এসব বিতরণ করা হয়। নতুন বস্ত্র ও ইফতার বিতরণে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ্বাস বলেন, আজ থেকে ৩৮ বছর আগে আপনাদের ঘরে ঘরে নিয়ে গেছি বিদ্যুত। তখন অন্ধকার জনপদে পায়ে হেটে আপনাদের বাড়ি বাড়ি গিয়েছিলাম। আপনাদের বাড়ি গিয়ে পল্লিবিদ্যুত দিয়ে এসেছি। কেউ বলতে পারবে না, একটা ডিম খাওয়াতে পেরেছে। এতো বছর চেয়ারম্যান হিসেবে আছি, আপনারাও কখনো কোনো চায়ের দোকানেও শুনবেন না সমালোচনা হতে। কখনোই অন্যায় কিছু করিনি। আপনাদের সাথে অতীতে ছিলাম, আগামী দিনেও আছি। আমার স্বপ্ন আপনারা ভালো থাকুন। তিনি আরও বলেন, আমার মেয়েরা আমাকে বারংবার বিরক্ত করে। বলে তুমি ওখানে কি করো? আমি বলি, এই চুয়াডাঙ্গার মানুষই আমার বল, আমার শক্তি। চুয়াডাঙ্গার ৮ লাখ মানুষের জন্য আমি বেঁচে আছি। আপনারা দোয়া করেন, আল্লাহ যেনো আপনাদের জন্য আমাকে বাঁচিয়ে রাখে। আসাদুল হক বিশ্বাস বলেন, কেউ কেউ নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনারা সতর্ক থাকবেন। যাতে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করা যায়। আর নিজেদের মধ্যেও কিছু এমন মানুষ আছে; তাদের থেকেও সতর্ক থাকবেন। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা কৃষকলীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান প্রমুখ। শংকরচন্দ্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিকান্দার রাকিব হাসান মানিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ফকির মোহাম্মদ, আব্দুর রব, সাহাজাদ আলী, বাক্কা মিয়া, দেলোয়ার হোসেন মধু, খলিলুর রহমান, গুলজার হোসেন, আব্দুল আলী, আমান আলী, সজল, সাহাজুল, হানিফ, আবু প্রমুখ।