চুয়াডাঙ্গার মর্তুজাপুর এমইপি ইটভাটা থেকে ট্রাক চুরি করে পালানোর সময় চোর আটক

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার মর্তুজাপুর এমইপি ইটভাটা থেকে ট্রাক চুরি করে পালানোকালে জুয়েল রানা নামের এক চোরকে আটক শেষে পুলিশে দিয়েছে ইটভাটার শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে।

এলাকাসূত্রে জানা গেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মর্তুজাপুর গ্রামের আলতাব হোসেনের মাকিলাধীন এমইপি ইটভাটা থেকে ট্রাক চুরি করে পালানোর সময় জুয়েল রানা নামে একজনকে আটক করা হয়। জুয়েল রানা পদ্মবিলা ইউনিয়নের নফরকান্দি গ্রামের ওলিয়ার হোসেনের ছেলে বর্তমানে দশমি হাফিজিয়া মাদরাসাপাড়ার অস্থায়ী বাসিন্দা। চুরিকৃত ট্রাকটি ভাটা থেকে রাস্তায় তোলার আগে ভাটাই থাকা শ্রমিকরা টের পেয়ে চিৎকার শুরু করে। পরে ট্রাক ফেলে জুয়েল রানা পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটক করে সিন্দুরিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেয়া হয়। খবর পেয়ে সিন্দুরিয়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই মাজহারুল ইসলাম চোরাই ট্রাকসহ জুয়েল রানাকে উদ্ধার করে সিন্দুরিয়া ফাঁড়িতে নেয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জুয়েল রানা ট্রাক চুরির সাথে দশমী গ্রামের আরো সহযোগির নাম বলেন। সিন্দুরিয়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই এসআই মাজহারুল ইসলাম জানান, আটককৃত চোর জুয়েল রানাকে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।

Comments (0)
Add Comment