ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ের পুলিশ ক্যাম্পের জন্য জমি ক্রয়ের লক্ষ্যে মার্কেট মালিক ও সাধারণ ব্যাবসায়ীদের মধ্যে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১০টার দিকে ভালাইপুর পানহাট সেডে এ সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি তদন্ত লুৎফুল কবীর। তিনি বলেন, ভালাইপুর বাজারসহ অত্র এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ভালাইপুর মোড়ে পুলিশ ক্যাম্প জরুরি। আপনারা চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এবং পুলিশ সুপার জাহিদুল ইসলামের সাথে যোগাযোগ রাখেন। তাদের সার্বিক সহযোগিতা পেলে স্বল্প সময়ের মধ্যেই পুলিশ ক্যাম্প স্থাপন করা সম্ভব।
ভালাইপুর মোড় বাজার কমিটির সভাপতি হাজি আমির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ভালাইপুর বাজার দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান কবীর, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন ও চিৎলা ইউপির চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব। ভালাইপুর মোড় দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তির পরিচালনায় সভায় অতিথি ছিলেন চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল, খাদিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান শাহাজালাল ব্যানা, ভালাইপুর মোড় বাজার দোকাল মালিক সমিতির উপদেষ্টা গোলাম মোস্তফা মুক্তার, ভালাইপুর মোড় বাজার দোকাল মালিক সমিতির সিনিয়র সহসভাপতি আব্দুল মোতালেব, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু, সহসভাপতি ছানোয়ার হোসেন, নুর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আলী কালু, এনামুল কবীর, শারিউর রহমান নান্টু, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, অর্থ সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক মোফাজ্জেল হক, দফতর সম্পাদক জাহিদুল ইসলাম, ধর্ম সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক মহিউদ্দীন ময়েন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল গফফার, কার্য নির্বাহী সদস্য টিপু সুলতান, মনিরুল ইসলাম মনি, ইলিয়াছ হোসেন, আকতার হোসেন, আব্দুল্লা আল ফারুক, আব্দুল মজিদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, ইউপি সদস্য জিয়াউল হক প্রমুখ।
সভায় দীর্ঘ আলোচনা শেষে ভালাইপুর মোড়ের মার্কেট মালিকগণ ও ব্যবসায়ীদের উদ্যোগে ৩৩ শতক জায়গা ক্রয়ের বিষয়ে আলোচনা হয়েছে। খুব শির্ঘ্রই ভালাইপুর মোড় বাজার দোকার মালিক সমিতির উদ্যোগে স্থায়ীভাবে পুলিশ ক্যাম্প করার জন্য জমি ক্রয় করবে বলে জানান।